সারা বাংলা

অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের এক মাদ্রাসা ছাত্রীকে (১৫) অপহরণ করার দায়ে উপজেলার রামরা গ্রামের প্রধানিয়া বাড়ির ডা. বিল্লাল হোসেন প্রধানিয়ার ছেলে কামরুল ইসলামকে (২৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এই রায় দেন।  মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৯ জুলাই সকাল ৯টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। পথিমধ্যে কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে থেকে কামরুল তাকে অপহরণ করে নিয়ে যান। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল মান্নান তদন্ত শেষে ২০০৯ সালের ২৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সরকারপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) জসিম উদ্দিন ভুঁইয়া বলেন, নারী নির্যাতন প্রতিরোধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। রাইজিংবিডি/চাঁদপুর/২২ জুন ২০১৭/জি এম শাহীন/বকুল