সারা বাংলা

ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. সুজন সিকদার (২২) নামে যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মকবুল হোসেন এই দণ্ড দেন।  ঝালকাঠি সদর থানার এসআই শাহাদাত হোসেন জানান, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনের সড়কে তিন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করেন কয়েকজন বখাটে যুবক। ছাত্রীরা উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বখাটেদের ধাওয়া করেন। এ সময় সুজন সিকদারকে আটক করলেও অন্যরা পালিয়ে যান।  আটক সুজন সিকদারকে ঝালকাঠি থানা পুলিশে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। সুজন পেশায় অটোরিকশা চালক। তিনি সদর উপজেলার আগরবাড়ী গ্রামের আফতার আলী সিকদারের ছেলে। রাইজিংবিডি/ঝালকাঠি/২২ জুন ২০১৭/অলোক সাহা/বকুল