সারা বাংলা

কাঙ্ক্ষিত পদ না পেয়ে ছাত্রদল নেতা-কর্মীরা যুবলীগে

ঠাকুরগাঁও প্রতিনিধি : নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের দুই শতাধিক নেতা-কর্মী যুবলীগে যোগদান করেছেন। শুক্রবার রাত ১১টায় ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের মাধ্যমে জেলা ছাত্রদল থেকে পদত্যাগকারী সহসভাপতি রবিন ও পৌর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সুরখাবের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী যুবলীগে যোগদান করেন। রবিন ও সুরখাবের বিরুদ্ধে ৫ জানুয়ারি ভোট কেন্দ্রে বাধা ও ভাঙচুরের ঘটনায় একটি করে এবং বিভিন্ন সময় হরতালে নাশকতা ও ভাঙচুরের ঘটনায় তিনটি করে মামলা রয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলে যোগদানকারী ছাত্রদল কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সদর উপজেলা যুবলীগের সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ। জানা গেছে, দীর্ঘ ১৫ বছর পর গত ৯ এপ্রিল ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান জেলার নতুন ছাত্রদল সভাপতি কায়েস, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন ইসলামের নাম ঘোষণা করেন। এতে ছাত্রদলের কিছু ত্যাগী নেতার নাম বাদ পড়ায় অনেকে ক্ষুদ্ধ হন। গত ৩ মে রাতে ঠাকুরগাঁও পৌর এলাকার গোলায়পাড়া বিএনপি ও ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কাছে লিখিতভাবে সব কার্যক্রম থেকে অব্যাহতি চেয়ে পত্র জমা দেন। ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা এতোদিন ভুল রাজনৈতির সঙ্গে যুক্ত ছিলেন। তারা সেটি বুঝতে পেরে বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিতে যোগদান করেছেন।’ রাইজিংবিডি/ঠাকুরগাঁও/২৪ জুন ২০১৭/তানভীর হাসান তানু/উজ্জল