সারা বাংলা

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছে। শনিবার দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ জানায়, বিকেলে সাড়ে ৪টার দিকে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় সদরের ইছাখাদা বাজারের কাছে পিকআপ চাপায় শহীদ মুন্সি (৪০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। তিনি পার্শ্ববর্তী পাকা কাঞ্চনপুর গ্রামের ছমির মুন্সীর ছেলে। এ ঘটনায় পিকআপ ও চালক আটক হয়েছে। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে সদরের মাগুরা-শ্রীপুর রোডে আঠারখাদা এলাকায় ইজিবাইকের চাপায় আট বছরের শিশুমেয়ে মোহনা গুরুতর আহত হয়। তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে বেলা সাড়ে ৪টার দিকে সে মারা যায়। মোহনা আঠারখাদা গ্রামের মৃত জমির শেখের মেয়ে। এ ছাড়া জেলার শালিখা উপজেলার শতখালি এলাকায় মাইক্রোবাস ও ভ্যানের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাইজিংবিডি /মাগুরা/২৪ জুন ২০১৭/ মো. আনোয়ার হোসেন শাহীন/রুহুল