সারা বাংলা

সাভারের বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীরগতি

নিজস্ব প্রতিবেদক, সাভার : যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় সাভার-আশুলিয়ার সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট দেখা দিয়েছে। এসব পয়েন্ট ধীর গতিতে অতিক্রম করতে হচ্ছে যানবাহনগুলোর। শনিবার বিকেল থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে স্থানীয় সড়ক-মহাসড়কে। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর ও আমিনবাজার পয়েন্টে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। মহাসড়কটির নবীনগর পয়েন্টেও অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে। বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কেও থেমে থেমে চলছে গাড়ি। ট্রাফিক পুলিশের পরিদরর্শক আবুল হোসেন বলেন, ‘শনিবার সকাল থেকে যানবাহনের চাপ কম ছিল। বিকেলে গাড়ির চাপ বেড়েছে। তবে কোথাও অসহনীয় যানজট নেই। আশা করি সন্ধ্যা নাগাদ আবার ফাকা হয়ে যাবে সড়কগুলো।’

 

 

রাইজিংবিডি/সাভার/২৪ জুন ২০১৭/সাফিউল ইসলাম সাকিব/রুহুল