সারা বাংলা

অস্ত্রসহ জামায়াতের ৫ নেতা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলায় অস্ত্রসহ জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুকবেকীর গোদারপাড়ায় মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চারটি এলজি বন্দুক, আট দুটি কিরিচ ও ছয়টি কার্তুজ। গ্রেপ্তারকৃত হলেন- আশরাফ হোসাইন টিপু প্রকাশ সাদ্দাম, মো. হানিফ, শফিউল আলম, মো. শহিদুল্লাহ এবং আতাউর রহমান। তারা সকলেই শাপলাপুর ইউনিয়নের  মুকবেকীর বাসিন্দা এবং জামায়াতের ইউনিয়ন ও উপজেলার দায়িত্বশীল নেতা। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শাপলাপুর ইউনিয়নের প্রধান ঈদ জামায়াতের আগে উপজেলা জামায়াতে ইসলামীর আমীরের ছোট ভাই সাদ্দাম ও জামায়াতের একদল সক্রিয় সদস্য ঈদগাহ মাঠে প্রকাশ্যে অস্ত্র নিয়ে লোকজনকে ধাওয়া করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যান। পরে তারা গোপন বৈঠক করে নতুন নাশকতার পরিকল্পনাকালে পুলিশ অভিযানে যায়। এ বৈঠক থেকে অস্ত্রসহ এদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও নাশকতার দায়ে মামলা করা হয়েছে।

   

রাইজিংবিডি/কক্সবাজার/২৭ জুন ২০১৭/সুজাউদ্দিন রুবেল/বকুল