সারা বাংলা

সাতক্ষীরায় ৪ বনদস্যু আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খাল থেকে তিনটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলিসহ বনদস্যু শফিকুল বাহিনীর চার সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৬ এর সদস্যরা তাদের আটক করে। আটককৃত বনদুস্যরা হলো- শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের ফজলু গাইনের দুই ছেলে মিলন গাইন (৩৫) ও বাচ্চু গাইন (২৫), একই গ্রামের আনোয়ার গাজীর ছেলে আসাদুল ইসলাম (২৯) ও মৃত লতিফ মোড়লের ছেলে আলআমিন মোড়ল (৪৫)। র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল জাহিদ জানান,পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া খালে বনদস্যুরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর ডিএডি মনিরুজ্জামান ও এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুটি একনালা পাইপগান, একটি দোনালা বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ বনদস্যু শফিকুল বাহিনীর সক্রিয় সদস্য ওই চারজনকে আটক করা হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল মান্নান জানান, আটক বনদস্যুদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দিয়ে শ্যামনগর থানায় সোপর্দ করেছে। রাইজিংবিডি/সাতক্ষীরা/২৯ জুন ২০১৭/এম.শাহীন গোলদার/মুশফিক