সারা বাংলা

১৩ দিনেও মেরামত হয়নি, বিপদে পথচারী

হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট  পুরাতন মহাসড়কের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া ব্রিজের একপাশের বিধ্বস্ত সড়ক ১৩দিনেও মেরামত হয়নি। এতে ১৩ দিন ধরেই সড়কটিতে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। সড়কটি মেরামত না হওয়ায় ঈদ মওসুমে সাতছড়ি জাতীয় উদ্যান ও চা বাগানে আসা পর্যটক এবং পথচারীরা চলাচল করতে গিয়ে চরম বিপদে পড়েছেন। এ অবস্থায় বিধ্বস্ত স্থানটির দু’পাশেই গড়ে উঠেছে অস্থায়ী স্টেশন। লোকজন এক পাশের গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে নিচে দিয়ে  ছড়া পার হয়ে গাড়ি বদল করে চলাচল করছেন। বাধ্য হয়েই কষ্ট স্বীকার করে লোকজনকে ছড়ার পানিতে ভিজে পারাপার হতে হচ্ছে। তবে স্থানীয়ভাবে অনেকেই ছড়ায় বালুর বস্তা ফেলে লোকজনকে পারাপারে সাহায্য করছেন। অনেকেই আবার ছোট যানবাহন পারপার করে দিয়ে টাকা আদায় করছেন। সূত্র জানায়, টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে ১৯ জুন সোমবার সকালে এ ব্রিজটির একপাশের সড়ক পানিতে বিধ্বস্ত হয়। এরপর থেকেই পুরাতন এ মহাসড়কে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট-মাধবপুরের সাথে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় উপজেলার ৩টি চা বাগানসহ ঐ এলাকার হাজার হাজার মানুষ দ্রুত যোগাযোগে বিরাট সমস্যায় পড়েছেন। হবিগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন জানান, পাহাড়ি ঢলে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিছড়া এলাকার ব্রিজটির দক্ষিনাংশের প্রায় ৬০ ফুট সড়ক ভেঙ্গে গেছে। ফলে বর্তমান আঞ্চলিক এ সড়কে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট-মাধবপুরে সরাসরি যানবাহন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় যানচলাচল করছে। সওজের পক্ষ থেকে সড়ক মেরামত করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দ্রুত কাজ শেষ হবে। চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, ১৯ জুন সকাল ৬টার দিকে বিকট শব্দে ব্রিজটির দক্ষিণ পাশের কিছু অংশ ভেঙ্গে পড়ে। ভুলে এসে দুর্ঘটনার শিকার হতে পারে যানবাহন। তাই তাদের পক্ষ থেকে ব্রিজের দুই পাশে বাঁশ টানিয়ে দেওয়া হয়েছে। তিনি দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন। রাইজিংবিডি/হবিগঞ্জ/১ জুলাই ২০১৭/মামুন চৌধুরী/টিপু