সারা বাংলা

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

সাতক্ষীরা প্রতিনিধি : টানা ৯ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা ৯ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম জানান, ঈদের ছুটি শেষে ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। একইভাবে ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের কার্যক্রমও শুরু হয়েছে। ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার আব্দুল কাইয়ূম জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীরা ভারত-বাংলাদেশে যাতায়াত করেছে। রাইজিংবিডি/সাতক্ষীরা/২ জুলাই ২০১৭/এম.শাহীন গোলদার/উজ্জল