সারা বাংলা

বয়লার বিস্ফোরণ : ৯ লাশ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় সোমবার রাতে মাল্টি ফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতদের মধ্যে ৯ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল পর্যন্ত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ থেকে লাশগুলো স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। এ বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত এবং অর্ধশত জন আহত হয়। নিহতরা সবাই পুরুষ।  নিহতদের মধ্যে ৯ জনের লাশ রাতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। অপরজনের মৃত্যু হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার লাশ ঢামেক মর্গে রয়েছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা নিহতরা হলেন- মাগুরার শালিখা থানার গোবরা গ্রামের আইয়ুর আলী সর্দারের ছেলে কারখানার ফায়ারম্যান আল আমিন হোসেন, বাক্ষণবাড়িয়ার নাসিরনগর থানার কুন্ডা গ্রামের সাগর আলী মীরের ছেলে কারখানার সহকারি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, রাজবাড়ির গোয়ালন্দ থানার চরকাসনন্দ এলাকার মনিন্দ্র নাথের ছেলে বিপ্লব চন্দ্র শীল, বগুড়ার সোনাতলা থানার  নামাজখালি গ্রামের শাহার আলীর ছেলে কারখানার বয়লার অপারেটর মাহবুবুর রহমান, চট্টগ্রামের মীরসরাই থানার ববনসুন্দর গ্রামের কারখানার বয়লার ইনচার্জ আব্দুস ছালাম, চাঁদপুরের সদরের মদনা গ্রামের বাচ্চু ছৈয়ালের ছেলে গিয়াস উদ্দিন ছৈয়াল, চট্টগ্রামের কাটাছাড়া বঙ্গনুর গ্রামের লুৎফুল হকের ছেলে মুনসুরুল হক, একই জেলার মীরেরসরাই থানার ইচাখালি গ্রামের মৃত নূরুল মোস্তফা চৌধুরীর ছেলে আরশাদ হোসেন চৌধুরী ও নওগাঁ সদরের চকরামপুর এলাকার আজিজুল হকের ছেলে আমিরুজ্জামান। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদ হাসান জানান, এই ৯ জনের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ থেকে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।  এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ওই দুর্ঘটনায় সোমবার রাতে এ হাসপাতালে সোলাইমান (৩০) মারা যান। তিনি বগুড়ার গাবতলী থানার মরিয়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। সোমবার রাত সোয়া ৭টার দিকে নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ হয়। রাইজিংবিডি/গাজীপুর/৪ জুলাই ২০১৭/হাসমত আলী/এসএন