সারা বাংলা

বেনাপোলের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, যশোর : পাঁচ ঘণ্টা পর বেনাপোলের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে পরিবহন শ্রমিক সংগঠনগুলো। প্রশাসন ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকের পর শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন। ধর্মঘট প্রত্যাহার করায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। ছাত্রলীগের হামলায় চার পরিবহন শ্রমিক আহত ও গ্রিনলাইন পরিবহনের কাউন্টার ভাঙচুর করার প্রতিবাদে শনিবার সকাল ৭টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিক সংগঠনগুলো। ফলে শতশত পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্টে আটকা পড়েন। বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) শামিম আহম্মেদ জানান, পরিবহন শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় তারা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। রাইজিংবিডি/বেনাপোল/৮ জুলাই ২০১৭/বিএম ফারুক/উজ্জল