সারা বাংলা

বাহুবল পাবলিক লাইব্রেরিতে প্রাণ ফেরানোর উদ্যোগ

হবিগঞ্জ প্রতিনিধি : ‘বাহুবল পাবলিক লাইব্রেরি নিষ্প্রাণ’ ২ জুলাই ২০১৭ প্রতিবেদনটি প্রকাশ হয়েছিল রাইজিংবিডিতে।নিষ্প্রাণ লাইব্রেরিটিতে প্রাণ ফিরিয়ে দিতে গতকাল সভা আহবান করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন। সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বাহুবল পাবলিক লাইব্রেরি আর  নিষ্প্রাণ থাকবে না। আগামী ৪ মাসের মধ্যে সংস্কার কাজ করে, আধুনিকরূপেই জাগিয়ে তোলা হবে এ লাইব্রেরি । এজন্য সংস্কার কমিটি গঠন করে দেওয়া হয়েছে।’ এ লাইব্রেরীর বেহাল দশা নিয়ে সাংবাদপত্রে গঠনমূলক খবর প্রকাশিত হয়। এজন্য বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন সাংবাদিকদের ধন্যবাদ জানান। ৭ জুলাই শুক্রবার বিকেলে এ লাইব্রেরীতে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসবকথা বলেন। তিনি বলেন, ‘আমি যোগদান করেছি কিছুদিন হলো। এরইমধ্যে এ উপজেলায় বিভিন্ন গঠনমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছি। এতে সংশ্লিষ্টদের সহযোগিতা রয়েছে। এ লাইব্রেরির সুনাম রয়েছে। এ সুনামকে ফেরাতে চাই। আর বন্ধ থাকতে দেওয়া হবে না। সংস্কার কাজ করে পাঠকমুখী করা হবে এ লাইব্রেরি।’ তিনি বলেন, লাইব্রেরিতে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার স্থান , তহবিল গঠন, কমিটি পূনর্গঠন, এ লাইব্রেরি ভবনে লাইব্রেরি ব্যতিত অন্য কোন সাইনবোর্ড থাকবে না, সমৃদ্ধ বই সংগ্রহ, পাঠক বৃদ্ধি ও প্রচার, সুশীল, সাহিত্য, সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে লাইব্রেরির উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।’ তিনি বলেন, ‘মৃতপ্রায় ঐতিহ্যবাহী বাহুবল পাবলিক লাইব্রেরির প্রাণ ফিরিয়ে আনতে ছুটির দিনে দীর্ঘক্ষণ কার্যনির্বাহি কমিটির সম্মানিত সদস্যদের নিয়ে সভা করলাম, শুনলাম এটি দীর্ঘ সময় পর অনুষ্ঠিত সভা। যাই হোক সভাটি কার্যকর ও ফলপ্রসু হয়েছে। আশা করি আগামী ৩-৪ মাসের মধ্যেই পাবলিক লাইব্রেরি তার প্রাণ ফিরে পাবে। পাবলিক লাইব্রেরি বলতে যা বুঝায়, মুল্যবান সংগৃহিত বই পড়ার পরিবেশ এবং জ্ঞানের পরিধি বৃদ্ধি, নির্মল ও সুন্দর মন গঠনের পাশাপাশি আনন্দ লাভ। সকলের সহযোগিতা নিয়ে ঐতিহ্যবাহী বাহুবল পাবলিক লাইব্রেরি পুনর্গঠন করার প্রত্যয় ব্যক্ত করছি।’ পরে তিনি সংস্কার কমিটি গঠন করে দেন। এ কমিটিতে আহবায়ক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সফিউল্লাহ, সদস্য মাহবুবুর রশিদ চৌধুরী বুলবুল, সোহেল আহমেদ কুটি, নুরুল ইসলাম নূর। এ সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সফি উল্লাহ, সাহিত্যিক গবেষক সৈয়দ আব্দুল্লাহ, মাহবুবুর রশিদ চৌধুরী বুলবুল, সোহেল আহমদ কুটি, সৈয়দ আব্দুল মন্নান, নুরুল ইসলাম নূর, আব্দুল হান্নান রেনু, অলিউর রহমান অলি, সমরেশ ভট্টাচার্য্য, ফয়সল আহমদ চৌধুরী, মোঃ আব্দুর রশিদ, এম সামছুদ্দিন ও সোহেল আহমেদ প্রমুখ। এছাড়া লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উদ্দিনের মৃত্যুতে সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রসঙ্গত, এ লাইব্রেরিটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠা পায়। শুরুতে এ লাইব্রেরির গতিশীল কার্যক্রম ছিল। রাইজিংবিডি/হবিগঞ্জ/৮ জুলাই ২০১৭/মামুন চৌধুরী/টিপু