সারা বাংলা

এবার কুষ্টিয়ায় রান্না ঘরে মিলল ২৮ গোখরা

কুষ্টিয়া প্রতিনিধি : রাজশাহীর পর কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি বাড়ির রান্না ঘর থেকে ২৭টি গোখরা সাপ মারা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদরপুর গ্রামের নাজমুল ইসলাম লিটনের রান্না ঘর থেকে সাপগুলো মারা হয়। এ সময় বড় একটি সাপ তাজা অবস্থায় ধরা হয়েছে। নাজমুল ইসলাম লিটন জানান, সকালে রান্না ঘরে দুটি গোঁখরা সাপের বাচ্চা দেখা যায়। সাপ দুটি মারার পর রান্না ঘরের একটি গর্তে আরো সাপ দেখা যায়। পরে ঘরের মাটি খুঁড়ে আরো ২৫টি বাচ্চা পাওয়া যায়। পরে স্থানীয় এক ওঝাকে খবর দিলে তিনি এসে মাঠি খুঁড়ে মা সাপকে ধরে ফেলে।

ওঝা ফিরোজ বলেন, ‘আমি আসার আগেই স্থানীয়রা গোখরা সাপের ২৭টি বাচ্চা মেরে ফেলেছে। পরে আমি এসে মা সাপকে ধরেছি।’ এর আগে গত ৫ জুলাই রাতে রাজশাহী মহানগরীর বুধপাড়া এলাকার মাজদার হোসেনের বাড়ি থেকে ২৭টি বিষাক্ত গোখরা সাপ মারা হয়।

   

রাইজিংবিডি/কুষ্টিয়া/১০ জুলাই ২০১৭/কাঞ্চন কুমার/উজ্জল