সারা বাংলা

কাপাসিয়ায় বাবা হত্যায় ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় প্রায় দুই মাস আগে বাবাকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত ছেলেকে  গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম বাদল মিয়া (৪৫)। তারা বাবার নাম আব্দুল কাদির (৭৫)। সোমবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। কাপাসিয়া থানার এসআই মনিরুজ্জামান খাঁন জানান, অভিযান চালিয়ে সোমবার রাতে ঢাকা উত্তরার ৯নং সেক্টর থেকে বাদলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান,  আব্দুল কাদির  বাদলের অমতে তার ছেলে মাসুমকে বিয়ে করান। কিন্তু বাদল ছেলের এ বিয়ে মেনে নিচ্ছিলেন না। এ নিয়ে গত ১৩ মে বিকেলে বাবা আব্দুল কাদিরের সঙ্গে বাদলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাদল দা ও শাবল নিয়ে তার বাবার ওপর হামলা করে। উপর্যুপরি কুপিয়ে বৃদ্ধের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ আব্দুল কাদেরের মৃত্যু হয়। হামলার সময় বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে বাদলের ছোট ভাই জুয়েলকে কুপিয়ে জখম ও ছেলে মাসুমকে মারধর করে বাদল।  এ ঘটনায় বাদলকে আসামি করে জুয়েল মামলা দায়ের করেন।

   

রাইজিংবিডি/গাজীপুর /১১ জুলাই ২০১৭/হাসমত আলী/রুহুল