সারা বাংলা

ভুল চিকিৎসায় শিশু মৃত্যু : গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদ, রংপুর : রংপুরে অনুমোদনহীন ভিআইপি জেনারল হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরমধ্যে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, রংপুর নগরীর ভিআইপি জেনারেল হাসপাতালে মিঠাপুকুর উপজেলার মাহামুদুল হাসান মৃধার দুই বছরের মেয়ে মিমতাজ জাহানের হার্নিয়া অপারেশনের সময় ভুলবশত কিডনি কেটে ফেলে। এতে শিশুটি মারা যায়। এ ঘটনার পর হাসপাতালের সবাই পালিয়ে যায়। এরপর ওইদিন রাতেই নিহতের বাবা কোতোয়ালি থানায় অপারেশনকারী ডাক্তার মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিরম্ব কুমার রায়, অ্যানেস্থেসিস্ট ডা. বিপ্লব হোসেন, নার্স ববিতা রায়, আতিকুল ইসলাম, আশুতোষ রায়, কবিতা বেগম, জোসনা বেগমসহ ১১ জনের নামে মামলা করেন। এরপর পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানান। এদিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শিশু মিমতাজ জাহানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাতেই মিঠাপুকুরে শিশুটির দাফন সম্পন্ন হয়।

   

রাইজিংবিডি/রংপুর/১৩ জুলাই ২০১৭/নজরুল মৃধা/রুহুল