সারা বাংলা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি ভারতীয় কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি : জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে আব্দুর রাজ্জাকা রাজ (৩৩) নামে গরু পারাপারকারী এক বাংলাদেশি রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। আটক রাজ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলীবাড়ী সীমান্ত এলাকার মৃত ইসরাফিল আলমের ছেলে। এলাকাবাসী ও বুড়িমারী স্থলবন্দর বিজিবি কোম্পানি সদর সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে বুড়িমারী স্থলবন্দর সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় কাঁটাতারের বেড়া ভেদ করে ভারতের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে ঢুকে পড়ে। এ সময় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিজিবি সূত্র জানায়, শনিবার বেলা ১১টায় লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন ও কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সুবাস শর্মার নেতৃত্বে বুড়িমারী জিরো পয়েন্টে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু পতাকা বৈঠকে রাজকে ফেরত দেয়নি বিএসএফ। এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোরশেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ দাবি করেছে যে, আব্দুর রাজ্জাক রাজের কাছে বাংলাদেশি ১৭ হাজার নগদ টাকা এবং মোবাইল সিম কার্ড পাওয়া গেছে। এ কারণে বিএসএফ সীমান্ত অনুপ্রবেশ আইন ও চোরাচালান আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করেছে।’ রাইজিংবিডি/লালমনিরহাট/১৫ জুলাই ২০১৭/মোয়াজ্জেম হোসেন/রুহুল