সারা বাংলা

মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেলপথ নির্মাণ হবে : রেলমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা জেলা পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। তিনি বলেন, এ রেলপথ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকা। শনিবার দুপুরে ফরিদপুরের মধুখালীতে এই রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শনে এসে রেলমন্ত্রী মধুখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, এরই মধ্যে ডিপিপি তৈরি করা হয়েছে। শিগগিরই রেলপথ নির্মাণ কাজ শুরু হবে। এ সময় তিনি আরো বলেন, দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ করা হচ্ছে। যার কাজ আগামী মাসের মধ্যে শুরু হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামানের সভাপতিত্বে মধুখালী রেল স্টেশনে আয়োজিত এই জনসভায় যুব ও ক্রীড়া মন্ত্রী বীরেন সিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ফরিদপুর/১৫ জুলাই ২০১৭/মো. মনিরুল ইসলাম টিটো/রুহুল