সারা বাংলা

৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

পাবনা প্রতিনিধি : প্রায় সাত ঘণ্টা পর রাজশাহী ও খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে লাইনচ্যুত ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পাকসী বিভাগীয় রেলওয়ের সহকারী প্রকৌশলী আব্দুল হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাইনচ্যুত ট্রেনটি সাত ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া ৮টার দিকে উদ্ধার করা সম্ভব হয়। এরপর ট্রেনটি  মুলাডুলি স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। এর আগে দুপুরে খুলনা থেকে পাবনার ঈশ্বরদী হয়ে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি মুলাডুলি রেলস্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন, পাওয়ার কার ও একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে রাজশাহী ও খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টার দিকে ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন, পাওয়ার কার ও একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এর পর থেকে ঢাকার সঙ্গে খুলনা ও রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুপুর আড়াইটার দিকে উদ্ধার কাজ শুরু করে। রাইজিংবিডি/পাবনা/১৫ জুলাই ২০১৭/শাহীন রহমান/রুহুল