সারা বাংলা

নৌবাহিনীতে নিয়োগের নামে প্রতারণা, হোতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি : নৌবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বহু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের হোতা মো. জসিম উদ্দিন আশরাফকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। তাকে সোমবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার কুনিয়ানগর গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে। তিনি নৌবাহিনীর চাকরিচ্যুত অ্যাবল সিম্যান (ল্যান্স কর্পোরাল)। র‌্যাব জানায়, জসিম উদ্দিন নৌবাহিনীতে চাকরি করতেন। সেখানে অবৈধ অস্ত্র বহন ও মাদক সেবনের দায়ে তিনি চাকরিচ্যুত হন। এরপর নৌবাহিনীর কয়েকজন সাবেক সদস্যকে নিয়ে তিনি একটি চক্র গড়ে তোলেন। যাদের কাজ ছিল নৌবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া।  আট সদস্যের এ প্রতারক চক্র সারা দেশে তাদের নিয়োগ করা দালালদের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে শতাধিক লোকের সঙ্গে প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ২০১১ সাল থেকে তারা এ অপকর্মটি করে আসছেন। সম্প্রতি কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার ১০ জনকে চাকরি দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে অন্তত এক কোটি টাকা হাতিয়ে নেন। ভুক্তভোগীরা জানান, চক্রটি চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন বিলাশবহুল হোটেলে ভুয়া পরীক্ষাবোর্ড স্থাপন করে চাকরি প্রার্থীদের রীতিমতো লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগপত্র দিতেন। ওইসব নিয়োগপত্র নিয়ে চাকরি প্রত্যাশীরা নৌবাহিনীর বিভিন্ন ক্যাম্পে গিয়ে জানতে পারেন- তারা প্রতারণার শিকার হয়েছেন। র‌্যাব জানায়, তারা প্রতারণা করার সময় নৌবাহিনীর পোশাকে সজ্জিত হয়ে এসব কাজ করতেন। প্রতারক চক্রের সদস্যদের অনেকে নৌবাহিনীর সাবেক সদস্য হওয়ায়, নৌবাহিনীর নিয়োগ প্রক্রিয়া, পদপদবী সবই তাদের জানা ছিল। তাই তাদের ফাঁদে সহজে ধরা পড়তেন চাকরি প্রত্যাশীরা। র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. হাসান মোস্তফা স্বপন জানান, পুরো চক্রটিকে শনাক্ত ও আটকের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে তাড়াইল থানায় মামলা করা হয়েছে। তিনি জানান, প্রতারক জসিমের বিরুদ্ধে প্রতারণার একটি মামলা সিআইডি তদন্ত করছে। রাইজিংবিডি/কিশোরগঞ্জ/১৮ জুলাই ২০১৭/রুমন চক্রবর্তী/বকুল