সারা বাংলা

ভারতীয় শিক্ষার্থী খুন: এক শিক্ষার্থী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় একটি ভবনে ইউএসটিসি’র ভারতীয় শিক্ষার্থী আতিফ শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় নিয়াজ গুরু নামের অপর ভারতীয় এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে নিয়াজ গুরুকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর মাহমুদ ভারতীয় শিক্ষার্থী নিয়াজ গুরুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আকবর শাহ থানার আওতাধীন আবদুল হামিদ সড়কের ৬ তলা বাড়ির একটি ফ্ল্যাটে নিহত আতিফ শেখ এবং গ্রেপ্তার নিয়াজ গুরুসহ ছয়জন ভারতীয় শিক্ষার্থী বসবাস করতেন। গত শুক্রবার গভীররাতে মদের আসরে খুনোখুনি হয়। শনিবার ভোরে পুলিশ ওই বাসা থেকে আতিফ শেখ এবং উইলসন সিংকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আতিফ শেখকে মৃত ঘোষণা করেন। এই হত্যায় জড়িত থাকার অভিযোগে একই ফ্ল্যাটে বসবাসকরা নিয়াজ গুরুকে গ্রেপ্তার করা হয়েছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৯ জুলাই ২০১৭/রেজাউল করিম/বকুল