সারা বাংলা

কাঙাল হরিনাথের ১৮৪তম জন্মবার্ষিকী আজ

কুষ্টিয়া প্রতিনিধি : আজ ৫ শ্রাবণ, (২০ জুলাই)  গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত কাঙাল হরিনাথের ১৮৪তম জন্মবার্ষিকী। অগ্রণী সাংবাদিক হিসেবে কাঙাল হরিনাথ মজুমদারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ১২৪০ সালের ৫ শ্রাবণ কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকার কুণ্ডুপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি কুমারখালী থেকে প্রকাশিত ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ পত্রিকার সম্পাদক ছিলেন। পত্রিকাটি ১৮৬৩ সাল (বৈশাখ ১২৭০) থেকে বিভিন্ন পর্যায়ে মোট প্রায় ২২ বছর প্রকাশিত হয়। ১৮৭৬ সালে কুমারখালীতে অক্ষয় কুমার মৈত্রের বাবা মথুরানাথ মৈত্রের নামে কাঙাল হরিনাথের নিজ কুটিরে একটি মুদ্রণ যন্ত্র স্থাপন করা হয়। যার নাম দেওয়া হয় এমএন প্রেস। ছাপাখানাটি আজও আছে কুমারখালীর কুণ্ডুপাড়ায় কাঙাল কুটিরে। যে কুটিরে বাউল সম্রাট ফকির লালন সাঁই বহুবার এসে হরিনাথের সঙ্গে সময় কাটিয়েছেন। রাইজিংবিডি/কুষ্টিয়া/২০ জুলাই ২০১৭/কাঞ্চন কুমার/উজ্জল