সারা বাংলা

কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে দীর্ঘ যানজট

মাদারীপুর প্রতিনিধি : পদ্মায় তীব্র স্রোতের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগছে। এ ছাড়া ১৭টি ফেরির মধ্যে ৯টি ফেরি অচল হয়ে আছে। এ কারণে গত একসপ্তাহ থেকে ঘাটে যানজট লেগে আছে বলে অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানানো হয়েছে। বিআইডব্লিউটিসি মাদারীপুরের কাঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আ. সালাম মিয়া জানান, এ রুটের ১৭টি ফেরির মধ্যে নিয়মিত চলাচল করছে মাত্র আটটি। চারটি রো-রো ফেরি নষ্ট হয়ে পড়ে আছে এবং পাঁচটি ডাম্ব ফেরি স্রোতের কারণে ঘাট এলাকায় নোঙ্গর করে রাখা হয়েছে। পরিবেশ প্রতিকূলে থাকায় ফেরিগুলোর ট্রিপ সংখ্যাও কমে গেছে। তিনি আরো জানান, দিনের বেলায় কয়েকটি ফেরি ঝুঁকি নিয়ে চলাচল করলেও রাতে তা বন্ধ রাখতে হচ্ছে। ফলে এই রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এ ব্যাপারে ঘাট এলাকার একাধিক ব্যবসায়ী জানান, টানা বৃষ্টির কারণে ঘাটের অবস্থা বেশ খারাপ। পারাপারের অপেক্ষায় আছে পাঁচ শতাধিক যানবাহন। যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছেন। রাইজিংবিডি/মাদারীপুর/২০ জুলাই ২০১৭/বেলাল রিজভী/রুহুল