সারা বাংলা

‘স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত না করলে ব্যবস্থা’

লালমনিরহাট প্রতিনিধি : শ্রমিকদের স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত না করলে প্রয়োজনে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, যেসব কলকারখানা শ্রমিকদের স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করবে না, প্রয়োজনে সেসব কলকারখানার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তহবিল ও কেন্দ্রীয় তহবিল থেকে ২৪ জুন রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবার এবং আহতদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মুজিবুল হক চুন্নু বলেন, সড়ক দুর্ঘটনার শিকার পরিবারকে যত সহযোগিতা করা হোক না কেন, নিহত ব্যক্তির ক্ষতি পূরণ করা সম্ভব নয়। এ জন্য সকলকে সচেতনভাবে সব কিছু করতে হবে,  যেন সড়ক দুর্ঘটনা না ঘটে।   লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) শামসুজ্জামান ভূইয়া, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রমুখ। একই সভাকক্ষে দ্বিতীয় পর্যায়ে সিলিকোসিস রোগ প্রতিরোধ সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভায় প্রতিমন্ত্রী মুবিজুল হক চুন্নু প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে প্রতিমন্ত্রী পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় লালমনিরহাটের নিহত ১২ জনের পরিবারের সদস্য এবং আহত ২১ জনের হাতে সহায়তার চেক তুলে দেন। রাইজিংবিডি/লালমনিরহাট/২০ জুলাই ২০১৭/মোয়াজ্জেম হোসেন/বকুল