সারা বাংলা

গাংনীতে ঘিরে রাখা বাড়িতে তল্লাশি সমাপ্ত

মেহেরপুর প্রতিনিধি : জেলার গাংনী উপজেলার বামুন্দীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দ্বিতল ভবনটিতে অভিযান সমাপ্ত করেছে পুলিশ। অভিযানে কোনো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়নি। তবে পুলিশ দুই শিশুসহ দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য মেহেরপুর নিয়ে গেছে। এরা হলো- ভাড়াটিয়া রজনী খাতুন (২৪) ও মাবিয়া খাতুন (৩৫)। মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, গাংনী উপজেলার বামুন্দী বাজারে সৌদি প্রবাসী মিশকাত আলীর দোতলা বাড়িতে জঙ্গি আস্তানা রযেছে সন্দেহে বাড়িটি ঘিরে রাখে পুলিশ এবং আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ বাড়িটির দোতলায় অভিযান শুরু করে। এ সময় ভাড়াটিয়া  রজনী খাতুন ও মাবিয়া খাতুন এবং তাদের দুই শিশু সন্তানকে আটক করে পুলিশ। এ সময় পুলিশ অন্য কাউকে পায়নি। এ ছাড়া অভিযানের সময় কোনো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়নি। পুলিশ সুপার আরো জানান, ১৫ দিন আগে রজনী খাতুন ও মাবিয়া খাতুন স্বামী-সন্তান নিয়ে সৌদি প্রবাসী মিশকাত আলীর বাড়ির দোতলায় ভাড়ায় উঠেন। কিন্তু তারা বাড়ির নিচতলা ও আশপাশের বাসিন্দাদের সঙ্গে চলাফেরা করতেন না। খুব একটা বাড়ি থেকে বেরও হতেন না। তাদের চলাফেরা সন্দেহজনক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা থাকতেও পারে। জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। রাইজিংবিডি/মেহেরপুর/২২ জুলাই ২০১৭/মহাসিন আলী/রুহুল