সারা বাংলা

নীলফামারীতে ১ ঘণ্টায় ৬০০০ চারা রোপণ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টায় ছয় হাজার গাছের চারা রোপণ করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে সারা দেশের সঙ্গে এক যোগে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় চত্ত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, মনিটরিং কর্মকর্তা মিজানুর রহমান মিজান ও সহকারী মনিটরিং কর্মকর্তা হাসান তারিক প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক জানান, জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ, সৈয়দপুর ও সদরসহ ছয় উপজেলায় এক যোগে ১ হাজার ৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা রোপণ করা হয়েছে।   এতে অংশ নেন পাঁচ হাজার শিক্ষক-কর্মচারী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪২ জন কর্মকর্তা ও ৭০ জন কর্মচারী। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলার স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে অন্তত একটি করে মোট ছয় হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। রাইজিংবিডি/নীলফামারী/২৩ জুলাই ২০১৭/ইয়াছিন মোহাম্মদ সিথুন/বকুল