সারা বাংলা

মেয়ের উত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল বাবার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় মারাত্মক আহত কাজী মাহাবুব (৫০) মারা গেছেন। রোববার দিবাগত গভীর রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। এর আগে গত ১৫ জুলাই রাত ৯টার দিকে গোপালগঞ্জ শহরের পাবলিক হল রোডের নিজ বাসার কাছে বখাটদের হামলায় গুরুতর আহত হন কাজী মাহাবুব। কাজী মাহাবুব গোপালগঞ্জ সদর সাব রেজিস্ট্রার অফিসের একজন স্টাম্প ভেন্ডার ও হরিদাসপুর ইউনিয়নের প্রাক্তন মেম্বার ছিলেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, শহরের পাবলিক হল রোডের বাসিন্দা কাজী মাহবুবের মেয়ে বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো বখাটে আকাশ। বিষয়টি ধৈর্যের বাইরে চলে গেলে কাজী মাহবুব বিষয়টি থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে আকাশকে ধরে থানায় এনে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। এর জের ধরে ১৫ জুলাই আকাশ ও তার লোকজন কাজী মাহবুবকে কুপিয়ে মারাত্মক আহত করেন।

       

রাইজিংবিডি/গোপালগঞ্জ/২৪ জুলাই ২০১৭/বাদল সাহা/উজ্জল