সারা বাংলা

গাজীপুরে অপহৃত সেরেস্তাদার উদ্ধার, নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর জেলা জজ আদালতের অপহৃত সেরেস্তাদার আব্দুর রহিমকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে গাজীপুরের টঙ্গী থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন জানান, অপহৃত আব্দুর রহিমকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এক পর্যায়ে অপহরণকারীদের দাবি করা টাকা নিতে আসা এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উত্তরার ৬ সেক্টর এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। এদিকে ওই নারী গ্রেপ্তার হয়েছে বিষয়টি টের পেয়ে ভিকটিমকে নিয়ে সেখান থেকে অপহরণকারীরা টঙ্গীর দিকে চলে যায়। পরে প্রযুক্তির সহয়তায় রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী থেকে আব্দুর রহিমকে উদ্ধার করা হয়। প্রসঙ্গত, গাজীপুর জেলা জজ আদালতের সেরেস্তাদার আব্দুর রহিম আদালত এলাকা থেকে শনিবার বিকেলে অপহৃত হন। এ ঘটনায় তার মেয়ে রোমানা আইরিন বাদী হয়ে রাতে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

       

রাইজিংবিডি/গাজীপুর/২৪ জুলাই ২০১৭/হাসমত আলী/উজ্জল