সারা বাংলা

টানা বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত  

সাতক্ষীরা প্রতিনিধি : নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সাতক্ষীরায় গত কয়েক দিনের টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার সাতটি উপজেলার নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়েছে। তলিয়ে গেছে শত শত বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ। বাজারেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। শিক্ষার্থীদের বাধ্য হয়ে ভিজতে ভিজতে স্কুল-কলেজে যাতায়াত করতে হচ্ছে। খেটে খাওয়া মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন। তারা বৃষ্টিতে বের হতে না পেরে অলস সময় কাটাচ্ছেন। ব্যবসাপ্রতিষ্ঠান ক্রেতাশূন্য হয়ে পড়েছে। তালা উপজেলা সদরসহ কয়েকটি স্থানের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আশাশুনী উপজেলা মৎস্য অফিসার সেলিম সুলতান জানান, গত কয়েক দিনের টানা বর্ষণে এ উপজেলার প্রায় ২৭০০ হেক্টর মৎস্য ঘের ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আরো কয়েক দিন বৃষ্টি হতে পারে। রাইজিংবিডি/সাতক্ষীরা/২৫ জুলাই ২০১৭/এম. শাহীন গোলদার/বকুল