সারা বাংলা

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামের মাস্টারপাড়া সীমান্তে লিটন মিয়া (১৭) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। লিটন মিয়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে। বুধবার ভোর ৫টার দিকে তাকে বিএসএফ আটক করেছে। ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের একটি টহল দল আজ ভোরে মাস্টারপাড়া সীমান্ত থেকে তাকে গরুসহ আটক করে। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ওপার থেকে গরুসহ লিটনকে আটক করে বিএসএফ।  কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পে আটক রয়েছে তিনি।  লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, লিটনের ব্যাপারে বিজিবির বুড়িমারী কোম্পানি ও বিএসএফের চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। রাইজিংবিডি/লালমনিরহাট/২৬ জুলাই ২০১৭/মোয়াজ্জেম হোসেন/ইভা