সারা বাংলা

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু রউফ নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা : সুন্দরবনের কালাবগি এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু ছোট মজনু বাহিনীর প্রধান আব্দুর রউফ ওরফে রফুজ নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও রামদা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সুন্দরবনের কালাবগির আরবেনিয়া খালের পূর্ব পাড়ে বনদস্যুদের একটি আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে বনদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বনদস্যু আব্দুর রউফ গুলিবিদ্ধ হন। তাকে খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুর ১২টার দিকে তিনি মারা যান। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি রাইফেল, ৯ রাউন্ড রাইফেলের গুলি, ৭ রাউন্ড শর্টগানের গুলি, একটি রামদা ও একটি তরবারি উদ্ধার করা হয়েছে। রাইজিংবিডি/খুলনা/৩০ জুলাই ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/উজ্জল