সারা বাংলা

মনপুরায় এখনো সন্ধান মেলেনি নিখোঁজ ৪ জেলের

ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরার মেঘনায় ঝড়ের কবলে পড়ে চরফ্যাশনে ট্রলারডুবির আট দিনেও নিখোঁজ চার জেলের সন্ধান মেলেনি। রোববার নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে দ্রুত উদ্ধারে প্রশাসনের সহযোগিতার দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, গত রোববার (২৩ জুলাই) রাতে ভোলার মনপুরা উপজেলার চরনিজাম সংলগ্ন মোহনায় ঝড়ের কবলে পড়ে ১৫ জেলে নিয়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। এ সময় ১১ জেলেকে উদ্ধার করা গেলেও চারজেলেকে খুঁজে পাওয়া যায়নি। ডুবে যাওয়া ট্রলারটি চরফ্যাশনের ঢালচরসংলগ্ন সাগর থেকে ২৪ জুলাই সকালে উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার অপারেশন অফিসার লে. দেবায়ন চক্রবর্তী জানান, নিখোঁজদের উদ্ধার তৎপরতার ব্যাপারে স্থানীয় জেলেদের সঙ্গে কোস্টগার্ড সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। রাইজিংবিডি/ভোলা/৩০ জুলাই ২০১৭/ফয়সল বিন ইসলাম নয়ন/রুহুল