সারা বাংলা

পোস্টারে ঢেকে আছে শহীদদের নাম

মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের প্রাণকেন্দ্র ঢাকা-খুলনা মহাসড়কের ভায়নার মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের খোদাই করা নাম পোস্টারে ঢাকা পড়েছে। স্মৃতিস্তম্ভে জেলার চার উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সাদা পাথরের উপর কালো কালিতে খোদাই করে লেখা আছে। তবে এর উপর বিভিন্ন পোস্টার সেঁটে দেওয়ায় এখানে কতজন মুক্তিযোদ্ধার নাম লেখা রয়েছে, তাও দেখা যাচ্ছে না। এ ধরনের কাণ্ডজ্ঞানহীন কাজে ক্ষোভ প্রকাশ করেছেন নতুন প্রজন্ম ও মুক্তিযোদ্ধারা।   মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য আরিফ আহমেদ প্রদীপ ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধ সবচেয়ে গর্বের বিষয়। মাগুরা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে এই স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকার উপর পোস্টার লাগানো দুঃখজনক। পৌরসভা কর্তৃপক্ষ ‘পোস্টার লাগানো নিষেধ’ লেখা একটি কার্ড ঝুলিয়ে দায়িত্ব শেষ করেছে। মাসের পর মাস এ অবস্থা চলছে, দেখার যেন কেউ নেই। মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্যা নবুয়ত আলী বলেন, ‘বিষয়টি বার বার প্রশাসনকে জানালেও তারা ব্যবস্থা নেয়নি। এখন আমরাই পোস্টার অপসারণ করব। পোস্টারে ছেয়ে যাওয়ায় কতজন মুক্তিযোদ্ধা তালিকায় আছেন, সেটি পর্যন্ত জানা যাচ্ছে না।’     মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল জানান, তারা অচিরে পোস্টার অপসারণ করবেন। রাইজিংবিডি/মাগুরা/৩০ জুলাই ২০১৭/মো. আনোয়ার হোসেন শাহীন/বকুল