সারা বাংলা

হত্যা মামলায় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের আলোচিত স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মান্নান হত্যার ঘটনার ২০ দিন পরে আরেক আসামি যুবলীগ নেতা মারুফ আলী শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় পাঁচজন গ্রেপ্তার হলেন।   তবে শান্তের পরিবার দাবি করেছেন, সোমবার সকালে শান্ত ঠাকুরগাঁও থানায় আত্মসমর্পণ করেছেন। ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মান্নান হত্যা মামলার আসামি শান্তকে সকালে ঠাকুরগাঁও শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তের চাচা শ্বশুর সাবুল বলেন, ‘পুলিশ শান্তের বোন ও তার স্বামীসহ তিনজনকে আটক করার পর শান্ত সিদ্ধান্ত নেন- পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। তখন আমি ও শান্ত বোদা থেকে রাণীগঞ্জ হয়ে অটোরিকশাযোগে ঠাকুরগাঁও জজ কোর্টের বারান্দায় আসি। তখন সকাল সাড়ে ৭টা বাজে। আমি আদালত চত্বরে থাকলাম। আর শান্ত থানায় আত্মসমর্পণের জন্য চলে গেলেন। পরে পুলিশ বলল, শান্তকে নাকি নীলফামারী থেকে ভোরে গ্রেপ্তার করেছে।’ তবে পুলিশ শান্তের বোন ও তার স্বামীসহ আটক তিনজনকে পরে ছেড়ে দিয়েছে। ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, শান্তের পরিবারের দাবি ভিত্তিহীন। তাকে ঠাকুরগাঁও শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১১ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাট এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মান্নানের বড় ভাই আবু আলী বাদী হয়ে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব দত্ত ও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শান্তর নাম উল্লেখ এবং অজ্ঞাত তিন/চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে আসামি সজিব দত্ত, তার ভাই পিন্টু দত্ত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, আসামি শান্তের ভাই রতনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কারাগারে রয়েছেন। রাইজিংবিডি/ঠাকুরগাঁও/৩১ জুলাই ২০১৭/তানভীর হাসান তানু/বকুল