সারা বাংলা

হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার চায়না হোসেনকে (৪০) হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুজ্জামান আজ বুধবার দুপুরে নিজাম উদ্দিনকে (৩৮) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। একই সঙ্গে ২০ জনকে খালাস দেওয়া হয়েছে। নিহত চায়না বড়াইগ্রাম উপজেলার দোগাছী গ্রামের মৃত ডুমন প্রামাণিকের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালে বড়াইগ্রাম উপজেলায় দোগাছী গ্রামে নূর মোহাম্মদের সঙ্গে সোহেল আলীর মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে বিবাদ বাধে। এ নিয়ে ২ অক্টোবর চেয়ারম্যানের নেতৃত্বে গ্রামে সালিশ বসে। সালিশ চলাকালে মারামারি শুরু হলে চায়না হোসেন গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করলে পরে তিনি মারা যান। এই ঘটনায় নিহতের ভাই কমেদ আলী বাদী হয়ে নিজাম উদ্দিনসহ ২১ জনকে আসামি করে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার কাজ শেষে  বিচারক এই রায় দেন। রাইজিংবিডি/নাটোর/৯ আগস্ট ২০১৭/এম এম আরিফুল ইসলাম/বকুল