সারা বাংলা

চোখের ভেতর ৮টি পাথর

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালে এক রোগীর চোখ অপারেশন করে আটটি পাথর বের করেছেন চিকিৎসকেরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটকে অবগত করলে তারা জানান, একটি চোখে আটটি পাথর থাকা দেশে বিরল ঘটনা। বুধবার সকালে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. ইসলাম হোসেন সরকার এই অপারেশন করে পাথর বের করেন। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার দৌলতপুর গ্রামের পুতুল রানী (২৪) দীর্ঘ দিন চোখের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্যসেবা হাসপাতালের চিকিৎসক ডা. ইসলাম হোসেন সরকার তার চোখ দেখে অপারেশন করানোর পরামর্শ দেন। বুধবার অপারেশন করতে গিয়ে রোগীর চোখে অনেকগুলো পাথর দেখতে পান এবং পাথরগুলো বের করে আনেন। দুপুরে হাসপাতালে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. ইসলাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালের ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গোফরান, সাংবাদিক মনসুর আলী প্রমুখ। ডা. ইসলাম হোসেন সরকার বলেন, চোখের নিচে ফোলা দেখে টিউমার মনে হয়েছিল। অপারেশন করতে গিয়ে দেখেন ছোট ছোট অনেকগুলো সাদা কিছু। পরে অপারেশন করলে আটটি পাখর বের হয়। দেশে একটি চোখ থেকে আটটি পাথর বের হওয়ার আর রেকর্ড নেই। রাইজিংবিডি/ঠাকুরগাঁও/৯ আগস্ট ২০১৭/তানভীর হাসান তানু/বকুল