সারা বাংলা

হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের সদর উপজেলার চরমুগরিয়া এলাকার ডালিম বৈদ্য নামে এক সাঁপুড়েকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আজ বুধবার এ রায় দেন।   মামলার সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৪ জুন মাদারীপুরের সদর উপজেলার চরমুগরিয়া ব্রিজ সংলগ্ন স্থানে পুষ্প বৈদ্যর ছেলে ডালিম বৈদ্যকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে কুপিয়ে গুরুতর জখম করে আসামি আলমগীর বৈদ্য, জাকির বৈদ্য ও কাশেম বৈদ্য। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ডালিম। এ ঘটনায় ডালিমের বাবা পুষ্প বৈদ্য বাদী হয়ে মাদারীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত মামলায় রায় দিয়েছেন। রায়ে নয় আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি ছয়জনকে খালাস দেওয়া হয়েছে। মাদারীপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এমরান লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাজাপ্রাপ্তরা বর্তমানে পলাতক রয়েছেন। তারা হলেন- আলমগীর বৈদ্য, জাকির বৈদ্য ও কাশেম বৈদ্য। রাইজিংবিডি/মাদারীপুর/৯ আগস্ট ২০১৭/বেলাল রিজভী/বকুল