সারা বাংলা

ভুয়া লাইসেন্সের ৫৫টি আগ্নেয়াস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর জেলা প্রশাসন অফিসের জেএম শাখার অফিস সহকারী সামছুল ইসলাম কর্তৃক ডিসির স্বাক্ষর জাল করে দেওয়া  লাইসেন্সের ৫৫টি আগ্নেয়াস্ত্র, ৬০৩টি কার্তুজ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বিকেলে রংপুরের দুদক কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক এ তথ্য জানান। গত ২ আগস্ট থেকে অস্ত্র ও লাইসেন্স জব্দ শুরু হয়। দুদক পরিচালক আজিজ ভূঁইয়া সাংবাদিকদের জানান, রংপুর জেলা প্রশাসক অফিসের জেএম শাখার অফিস সহকারী সামছুল ইসলাম ও ওই শাখার ভলিউম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত ৩০২টি ভূয়া লাইসেন্সের অস্ত্রের হদিস পাওয়া গেছে। এ সংখ্যা বাড়তে পারে। তিনি জানান, আগ্নেয় অস্ত্রের লাইসেন্স দেওয়া বন্ধ থাকার সময় সামছুল ইসলাম তা দিয়েছেন। যা গুরুতর অপরাধ। তিনি বলেন, জব্দকৃত অস্ত্রের মধ্যে ৪৯টি শটগান ও ছয়টি একনালা বন্দুক। এ সব অস্ত্র মালখানায় জমা রাখা হবে। দুদকের রংপুর সমন্বিত জেলার উপপরিচালক মোজাহার আলী সরদার জানান, গ্রেপ্তারকৃত সামছুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে অস্ত্র ক্রেতাদের নাম-ঠিকানা বলেছেন। সামছুলের দেওয়া নাম-ঠিকানা অনুযায়ী দুদক অস্ত্র ক্রেতাদের নোটিশ দিয়ে অস্ত্র জমা দিতে বলেছে। তিনি বলেন, সামছুল ইসলাম রংপুর ডিসি অফিসের জেএম শাখার অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন সময়ে ডিসির সই জাল করে তিন শতাধিক অস্ত্রের ভুয়া লাইসেন্স দিয়েছেন তিনি। দুদক ও পুলিশ তাকে তিন দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্ত্র বিক্রির কথা স্বীকার করেন। মামলা তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক আতিকুল ইসলাম। এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অমূল্য চন্দ্র রায় বাদী হয়ে  মামলা করেছেন। পরে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়। মামলাটি পরে দুদকে স্থানান্তর করা হলে রংপুর র‌্যাব-১৩ সদস্যরা গত ৬ জুলাই সামছুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করেন। রাইজিংবিডি/রংপুর/৯ আগস্ট ২০১৭/নজরুল মৃধা/বকুল