সারা বাংলা

তিস্তার পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচে

লালমনিরহাট প্রতিনিধি : গত তিনদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের ১৩টি ইউনিয়নের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। গরু, ছাগল, হাঁস-মুরগি নিয়ে বিপাকে পড়েছেন মানুষ। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী (পানি পরিমাপক) প্রকৌশলী আমিনুর রশীদ জানান, তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্চে। পানি আরো বাড়তে পারে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, ডাউয়াবাড়ী, সিঙ্গিমারী, পাটিকাপাড়া, সিন্দুর্না, কালীগঞ্জের কাকিনা, তুষভাণ্ডার, আদিতমারীর মহিষখোচা, লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ফলে এ সব এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, ‘তিস্তার পানি বৃদ্ধির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলমকে জানানো হয়েছে। তা ছাড়া বন্যা কবলিত সিঙ্গিমারী ইউনিয়নের লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।’ হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির বলেন, ‘তিস্তা নদীর পানি বৃদ্ধির খোঁজখবর রাখা হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’ রাইজিংবিডি/লালমনিরহাট/১১ আগস্ট ২০১৭/মোয়াজ্জেম হোসেন/উজ্জল