সারা বাংলা

তিন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে তিন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। শুক্রবার ভোরে মেঘনা নদীর মদনপুর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।  অপহৃতরা হলেন- সফিক (৩০), হিরন (৩৪) ও নাছির (৩২)। তাদের বাড়ি মদনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। মদনপুর মৎস্যঘাটের আড়ৎদার আবদুল খালেক ব্যাপারী জানান, ভোরে তিনটি ট্রলার নিয়ে জেলেরা মেঘনার মদনপুর সংলগ্ন বাইরের চর এলাকায় ইলিশ শিকার করছিলেন। এ সময় একদল জলদস্যু জেলেদের চারিদিক থেকে ঘিরে ফেলে আতর্কিত হামলা চালান। এক পর্যায়ে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে তিনটি ট্রলার থেকে সফিক, হিরন ও নাছিরকে অপহরণ করে নিয়ে যান। মদনপুর আড়ৎদার আবদুল খালেক বলেন, তাদের জেলে সফিককে নিয়ে গেছে দস্যুরা। এরপর থেকে জেলেদের খোঁজ মেলেনি। ইলিশ ধরার মৌসুমে জলদস্যুদের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, তিন জেলেকে অপহরণের বিষয়টি তাদের কেউ জানাননি। তবে পুলিশ  খোঁজ নিয়ে দেখছে। জলদস্যুদের উপদ্রপ বৃদ্ধি পাওয়ায় জেলে ও মৎস্য আড়ৎদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত এক মাসে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে কমপক্ষে ২০ জন জেলে অপহরণ করা হয়েছে।

   

রাইজিংবিডি/ভোলা/১১ আগস্ট ২০১৭/ফয়সল বিন ইসলাম নয়ন/বকুল