সারা বাংলা

টানা বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বৃহস্পতিবার থেকে টানা বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় আবারো বন্যা দেখা দেখা দিয়েছে। জেলার সীতাকুণ্ড উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় অর্ধলাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়া ফটিকছড়ি, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়াসহ জেলার ১৩টি উপজেলার শত শত একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। বসতবাড়ি, পুকুর, রাস্তাঘাট পানিতে ডুবে দুর্ভোগে পড়েছে মানুষ। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। সীতাকুণ্ডু উপজেলার দুই শতাধিক কাঁচা বসতবাড়ি ভেঙে গেছে। আবহাওয়া দপ্তরের মতে, মৌসুমী বায়ুর প্রভাবে গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম জেলায় ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বর্ষণ শনিবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। জেলার সীতাকুণ্ডের স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত জাহাঙ্গীর রাইজিংবিডিকে জানান, টানা বৃষ্টিতে সীতাকুণ্ড পৌরসভা, বারৈয়াঢালা ইউপি, সৈয়দপুর, মুরাদপুর, বাড়বকুণ্ড, কুমিরা, বাঁশবাড়িয়া, ভাটিয়ারি ইউনিয়নের বেশিরভাগ এলাকা ও মিল কারখানা পানিতে ডুবে গেছে। এদিকে জেলার ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে এক মাসের মধ্যে দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে। উপজেলার সুয়াবিলসহ ১০টি ইউনিয়নে বন্যার পানি ঢুকে পড়েছে। প্রবল বর্ষণে হালদা নদীতে ভাঙন দেখা দিয়েছে।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ আগস্ট ২০১৭/রেজাউল করিম/উজ্জল