সারা বাংলা

মনুষ্যত্বই হচ্ছে মানুষের প্রকৃত ধর্ম : যতীন সরকার

নেত্রকোনা প্রতিনিধি : প্রখ্যাত প্রাবন্ধিক, গবেষক, অধ্যাপক যতীন সরকার বলেছেন, সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে অন্যায়, অশিক্ষা, কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তিনি বলেন, জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। এখানে অন্যায়, অবিচার, অশান্তি বিরাজমান। এ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে যুদ্ধ করতে হবে। যুগে যুগে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে। অধর্মকে মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। মানুষের প্রকৃত ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। শনিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী প্রগতিসংঘ নেত্রকোনা কেন্দ্রের উদ্যোগে নেত্রকোনা জেলা প্রেসক্লাব হলরুমে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ সব কথা বলেন। যতীন সরকার বলেন, বিবেকহীন মানুষের কোনো ধর্ম নেই। এরা পারে না এমন কোনো কাজ নেই। সমাজে চলছে অধর্ম, অপরাজনীতি। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। অধর্ম, অপরাজনীতির হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। যতীন সরকার আরো বলেন, যুব সমাজের এখনই প্রকৃত সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। আমাদেরকে শপথ নিতে হবে অধর্ম অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ। নারী প্রগতিসংঘ নেত্রকোনা কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খানের সভাপতিত্বে  ও হ্যাপী আক্তারের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাব  সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী,  জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, শিক্ষার্থী শাহানা আক্তার, আলম হোসেন প্রমুখ। এর আগে প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্র বের হয়। শেষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।    রাইজিংবিডি/নেত্রকোনা/১২ আগস্ট ২০১৭/ইকবাল হাসান/রুহুল