সারা বাংলা

১৪টি স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।  আজ রোববার সকালে দুবাই থেকে আসা ফ্লাইটের যাত্রী আবুল মনসুর (৪২) পেটের ভেতরে করে এ সব স্বর্ণ নিয়ে আসেন। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ১ কেজি ৬২৪ গ্রাম। যার আনুমানিক মূল্য ৮০ লাথ টাকা বলে কর্মকর্তারা জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নূরুল হুদা আজাদ স্বর্ণ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সকালে দুবাই থেকে আগত বিমানের যাত্রী আবুল মনসুর গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার গতিবিধি সন্দেহজনক  হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পর তিনি স্বীকার করেন পেটের ভেতরে করে স্বর্ণ এনেছেন। বিশেষ কৌশলে পেটের ভেতর থেকে স্বর্ণের ১৪টি বার বের করে আনা হয়। আবুল মনসুরের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৩ আগস্ট ২০১৭/রেজা্উল/বকুল