সারা বাংলা

সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি বন্যার পানি

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও শহর রক্ষা বাঁধ ভেঙে সৈয়দপুর শহরের অনেক এলাকায় পানি প্রবেশ করেছে। এতে সৈয়দপুরের পাটোয়ারী পাড়া, বসুনিয়া পাড়া, কুন্দল, নয়াবাজার ও বাঁশবাড়ি এলাকায় নদীর পানি প্রবেশ করে। ভারী বৃষ্টি ও খড়খড়িয়া নদীর বাঁধ ভেঙে পানি শহরে প্রবেশ করায় সৈয়দপুর বিমান বন্দরের রানওয়ের কাছাকাছি পানি চলে এসেছে। রানওয়ের মাত্র ২০ গজ দূরে এখন হাঁটু পানি। তবে রানওয়ের পাশের ওই এলাকাটি কিছুটা নিচু বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়। এলাকাবাসী জানায়, বন্যার পানির স্রোতে সোমবার ভোরে সৈয়দপুর বিমানবন্দরের দক্ষিণ পাশের দেয়াল ভেঙে যায়। বিমানবন্দরের ভেতরে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকে। এখন পর্যন্ত (বিকেল ৪ টা) পানি রানওয়েতে ওঠেনি। তবে যেকোনো সময় রানওয়ে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহীন আহমেদ বলেন, এখন পর্যন্ত বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। বিমান বন্দরের রানওয়েতে পানি প্রবেশ না করার জন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি রানওয়েতে আর পানি প্রবেশ করবে না। তিস্তা ব্যারেজ বন্যা পূর্বাভাস কেন্দ্র সূত্রে জানা গেছে, নীলফামারী জেলায় আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম রয়েছে। রাইজিংবিডি/নীলফামারী/১৪ আগস্ট ২০১৭/ইয়াছিন মোহাম্মদ সিথুন/রুহুল