সারা বাংলা

১ সপ্তাহ আগে চাকরির কথা বলে বাড়ি ছাড়েন সাইফুল

নিজস্ব প্রতিবেদক, খুলনা : ঢাকার পান্থপথে একটি হোটেলে অভিযানকালে নিহত যুবক সাইফুল ইসলাম চাকরির কথা বলে এক সপ্তাহ আগে বাড়ি ছাড়েন। মঙ্গলবার দুপুরে পুলিশকে সাইফুলের বাবা আবুল খায়ের মোল্লা এ কথা জানিয়েছেন বলে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান। সাইফুলের বাবা আবুল খায়ের মোল্লাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওসি জানান, সাইফুল ঢাকা যাওয়ার কথা বলে বাবা-মার কাছ থেকে বিদায় নেন। সাইফুল মঙ্গলবার সকালে ঢাকার পান্থপথের ওলিও ইন্টারন্যাশনাল নামে একটি হোটেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াত সদস্যদের অভিযানকালে বিস্ফোরণে নিহত হন। বাবা আবুল খায়ের মোল্লার উদ্ধৃতি দিয়ে ডুমুরিয়া থানার ওসি হাবিল হোসেন আরো বলেন, সাইফুল ইসলাম খুলনার বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শেষ বর্ষের ছাত্র ছিল। তাদের গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নওয়াকাঠি গ্রামে। আবুল খায়ের নওয়াকাঠি মাঠেরহাট জামে মসজিদের ইমাম। তিনি জামায়াতে ইসলামির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাইজিংবিডি/খুলনা/১৫ আগস্ট ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রুহুল