সারা বাংলা

বগুড়ায় ২৭৯৫টি সিমকার্ড উদ্ধার : আটক ৯

বগুড়া প্রতিনিধি : শহরের দক্ষিণ কাটনরপাড়া চকজাদু প্রেসপট্টি এলাকার একটি বাসা থেকে ২৭৯৫ টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় জড়িত ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- আশিক দৌলতান অভি (৩৩), নয়ন ইসলাম (২৮), রিয়াল শেখ (২০), রবিউল ইসলাম অন্তর (২০), রাফিদ হাসান খান (২৬), লিটন মিয়া প্রাং (৩০), মঞ্জুরুল হক মঞ্জু (২২) তাদের সবার বাড়ি জেলা সদরে। এ ছাড়া শফিউল আলম (২৮) এর বাড়ি শাজাহানপুর ও সেলিম রেজার (২৫) বাড়ি গাবতলিতে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিকদের প্রেসব্রিফিং করে এই তথ্য নিশ্চত করেন পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি জানান, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্ততে ওই এলাকার আকন্দ লজের নিচতলা থেকে এসব সিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিমের মধ্যে রবি সিম ২৩৭০টি, গ্রামীণ সিম ৩২৫টি ও টেলিটক সিম ১০০টি। অভিযুক্তদের শহরের কালিতলা এলাকা থেকে আটক করা হয়েছে। পুলিশ সুপার আরো জানান, রিটেলার গ্রাহক পর্যায়ে প্রতারণার মাধ্যমে বায়োমেট্রিক রেজিস্টেশনের নামে একাধিকবার আঙ্গুলের ছাপ নিয়ে গ্রাহকদের সিম উত্তোলন করে আসছিল চক্রটি। রাইজিংবিডি/বগুড়া/১৫ আগস্ট ২০১৭/একে আজাদ/রুহুল