সারা বাংলা

পদ্মায় পানি বৃদ্ধি, হুমকিতে ফেরিঘাট

রাজবাড়ী প্রতিনিধি : পদ্মার পানি রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হুমকির মুখে রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট। যেভাবে পদ্মার পানি বাড়ছে তাতে স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় ভাঙনের কবলে পড়তে পারে দৌলতদিয়ার চারটি ফেরিঘাটই। আর ফেরিঘাটগুলো ভাঙনের কবলে পড়লে আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে পড়বে। সরেজমিনে দেখা গেছে, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ২,৩ ও ৪ নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। ৪ নম্বর ঘাটের পন্টুন পানিতে তলিয়ে গেছে। ফেরিঘাট রক্ষায় এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঘাট রক্ষা করতে শ্রমিকরা নদীর পাশ দিয়ে জিও ব্যাগ ফেলছে।

বিআইডব্লিউটিএর দৌলতদিয়া শাখার উপ-সহকারী পরিচালক মো. শাহ আলম জানান, বর্তমানে নদীতে যেভাবে পানি বেড়েছে তা যদি স্থিতিশীল থাকে তাহলে ফেরিঘাটের কোনো ক্ষতি হবে না। তবে পানির লেয়ার ‍যদি আর দুই ফুট বেড়ে যায় তাহলে দৌলতদিয়ার চারটি ঘাটই হুমকির মুখে পড়বে। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে ১৪ সেন্টিমিটার। বর্তমান দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বৃদ্ধির গতি কিছুটা কমেছে। ২০ আগস্টের মধ্যে পানি বৃদ্ধির গতি শূন্যে চলে আসবে।

   

রাইজিংবিডি/ রাজবাড়ী/১৬ আগস্ট ২০১৭/ সোহেল মিয়া/উজ্জল