সারা বাংলা

জেলেদের জালে উঠল চুয়েট ছাত্রের লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র নাকিব মোহাম্মদ কাব্বাবের লাশ আজ বুধবার দুপুরে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে উঠেছে। এর আগে মঙ্গলবার সীতাকুন্ডের মুরাদপুর এলাকার গুলিয়াখালী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন কাব্বাব। চুয়েটের উপ ছাত্র কল্যাণ পরিচালক ড. জি এম সাদিকুল ইসলাম কাব্বাবের লাশ উদ্ধার হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। কাব্বাবসহ চুয়েটের ১০ ছাত্র সীতাকুন্ড উপজেলার মুরাদপুরের গুলিয়াখালী সৈকতে বেড়াতে আসেন। বিকেলের দিকে তারা সাগর সৈকতে গোসল করতে নামলে কাব্বাব সমুদ্রের স্রোতের টানে ভেসে যায়। তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। ঘটনার পরপরই চুয়েট কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর সাহায্য চাইলে উভয় সংস্থার ডুবুরিরা রাত সাড়ে ৮টা পর্যন্ত তল্লাশি চালিয়ে কাব্বাবকে উদ্ধারে ব্যর্থ হয়। সকাল থেকে আবার উদ্ধার তৎপরতা শুরু হলেও তার সন্ধান পায়নি ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা। দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে কিছু দূরে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে উঠে আসে কাব্বারের মৃতদেহ। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৬ আগস্ট ২০১৭/রেজাউল/বকুল