সারা বাংলা

আত্রাই নদীর পানি বিপৎসীমার উপরে প্রবাহিত

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলায় আত্রাই নদীর পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে তীরবর্তী এলাকার তিন শতাধিক বাড়িতে পানি প্রবেশ করেছে। আগামী দু’-এক দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সিংড়া পৌর এলাকাসহ শেরকোল, ডাহিয়া, কলম, তাজপুর ইউনিয়নের বহু  বাড়িতে পানি প্রবেশ করবে। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আহসান জানিয়েছেন, আত্রাই নদীর পানি বিপৎসীমার ৩৯ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ বুধবার উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা প্রশাসন বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা সংক্রান্ত জরুরি মতবিনিময় সভা করেছে। সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএনও মোহাম্মদ নাজমুল আহসান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আত্রাই নদীর ২৬টি পয়েন্টে মাছ ধরার জন্য স্থানীয়দের পাতা জাল এবং বেড়া পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। সেগুলো অপসারণের জন্য সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাইজিংবিডি/নাটোর/১৬ আগস্ট ২০১৭/এম এম আরিফুল ইসলাম/বকুল