সারা বাংলা

মাজারের খাদেমকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নদোনা ইউনিয়নের একটি মাজারে খাদেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে নদোনা ইউনিয়নের হাটগাঁও বাজারের আফজাল পাটোয়ারীর মাজারে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত খাদেমের নাম সোনা মিয়া (৫৫)। তিনি শরীয়তপুরের হবিপুর গ্রামের মফেল হাওলাদারের ছেলে এবং দীর্ঘ দিন এ মাজারে খাদেম হিসেবে কাজ করছেন। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ইলিয়াস (৩০) নামে এক ঘাতককে আটক করেছে। সোনাইমুড়ী থানার ওসি ইসমাইল মিঞা হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।  রাইজিংবিডি/নোয়াখালী/১৬ আগস্ট ২০১৭/মাওলা সুজন/বকুল