সারা বাংলা

খাদেম হত্যা: মামলা দায়ের, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে আফজাল পাটোয়ারী মাজারের খাদেম সোনা মিয়াকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ হত্যায় ব্যবহৃত একটি চোরাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিহতের স্ত্রী নীলুফা বেগম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- শাকতলা গ্রামের ছেরু মুন্সী বাড়ীর নূর মোহাম্মদের ছেলে ইয়াছিন (২৫) ও উত্তর শাকতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. সুজন (২২)। সোনাইমুড়ী থানায় কর্তব্যরত অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ সরকার জানান, খাদেম হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ইয়াছিন ও সুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল থেকে ইয়াছিন ও রাতে অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, সকালে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বুধবার সাড়ে ৮টার দিকে হাঁটগাও ইউনিয়নের আফজাল পাটোয়ারী মাজারের খাদেম সোনা মিয়াকে তার বাসা থেকে ডেকে এনে মাজারের সামনে গলাকেটে হত্যা করা হয়। ঘটনাটি দেখে খাদেমের স্ত্রী চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে ইয়াছিনকে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। রাইজিংবিডি/নোয়াখালী/১৭ আগস্ট ২০১৭/সুজন/বকুল